স্টাফ রিপোর্টার: প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জের অনলাইন টিভি চ্যানেল নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্টিসানের সহযোগিতায় এবং ডিজাইন স্টুডিওর মঞ্চ ব্যবস্থাপনায় শনিবার দর্পনা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন গত রমজানে মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘হাজী আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক হাফেজগণ, আলেম-ওলামাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানী। ইফতার মাহফিলে শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করেন সুরের আলো সংগঠন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ইফতার মাহফিল"