শিরোনাম

মুন্সীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে ইসলামী রাষ্ট্র নির্মাণে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় ফারিন প্লাজায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বুধবার বিকালে এতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাইফুল্লাহ।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেরাজাবাদ মাদরাসার  মুহাদ্দিস  মাওলানা শাহ আলম ফারুকী,মানিকপুর আনোয়ারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান, মুন্সীগঞ্জ জেলা  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের  সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমি,সিপাহীপাড়া বড় মাদরাসার মুহতামিম গাজী নজরুল ইসলাম,  ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি হাজী মো: ফারুক হাওলাদার সহ অন্যরা। এসময় বক্তারা ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার দাবি জানিয়ে সকলক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*