স্টাফ রিপোর্টার, আলোকিত মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জ সদরের প্রাণকেন্দ্র সিপাহীপাড়া ফুটপাটে জমে উঠেছে ঈদের কেনা বেচা। কাঙ্খিত বাজেট না থাকায় প্রিয়জনদের ঈদের পোশাক দিতে অনেকেই ফুটপাত থেকে কেনাকাটা করে থাকেন। তাই ফুটের এই বিপণীগুলো ঈদমুখি খেটে খাওয়া মানুষের প্রধান জায়গা।সিপাহীপাড়ায় এ ফুটপাতে শিশুসহ বিষন্ন বিভিন্ন বয়সের নারী পুরুষের পোশাক স বিক্রয় করছেন বিক্রেতারা। একাধিক ক্রেতা জানান, পছন্দের অনেক পোশাক নিতে পারছি। তাই ফুটপাত হতে ঈদ পোশাক ক্রয় করেছি।
মুন্সীগঞ্জের সিপাহীপাড়া ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনা বেচা

Be the first to comment on "মুন্সীগঞ্জের সিপাহীপাড়া ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনা বেচা"