শিরোনাম

পানহাটা বাইতুন নূর জামে মসজিদের আনুষ্ঠানিক  উদ্বোধন উপলক্ষে  ইফতার ও দোয়া মাহফিল 

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের পানহাটা বাইতুন নূর জামে মসজিদের আনুষ্ঠানিক  উদ্বোধন উপলক্ষে আগামী ১ শুক্রবার ( ১৪ মার্চ ২৫)  বাদ আসর এক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।

এতে মসজিদ কমিটির সভাপতি সভাপতি হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা রেজাউল করিম মিশুর সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কর আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক এড. মো: সালাউদ্দিন হোসেন টুটুল  সাধারণ সম্পাদক  রেজাউল করিম রতন ফকির,   সহসভাপতি আলমগীর হোসেন রাঢ়ী  ও মসজিদের ইমাম ও খতিব মুফতি হেমায়েতউদ্দীন শরিয়তপুরী।

Be the first to comment on "পানহাটা বাইতুন নূর জামে মসজিদের আনুষ্ঠানিক  উদ্বোধন উপলক্ষে  ইফতার ও দোয়া মাহফিল "

Leave a comment

Your email address will not be published.


*