স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন প্রক্রিয়াধীন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানান দিয়ে যা লিখছেন আলোচিত সভাপতি প্রার্থী। হুবহু তা তুলে ধরা হলো :-
পদ ব্যক্তির উপর অর্পিত হয় দায়িত্ব হিসেবে, ক্ষমতা দেখানোর জন্য নয়।। আমার দেখা হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়।। ১৯৯৫ সালের ২২ জানুয়ারি। শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন।শিলই, কাচারীতে, শিলই ইউনিয়ন পরিষদ ভবন, দিপালী ক্লাব ও শিলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করা হয়।। প্রতিষ্ঠালগ্ন হতে যাদের সাহসিকতা ও মননশীলতা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন তাদের মধ্যে শাহ নুর উদ্দিন সরকার,বাদি জমদ্দার,মেঘু মোল্লা,মহি হালদার,সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, ফরহাদ জমাদার,শাহ মোসলে উদ্দিন সরকার।। এদের প্রতি আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।।আমার মহান নেতা সাবেক মন্ত্রী মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা আব্দুল হাই সাহেবের বাবার নামে করা এ স্কুল।।শুরুতে মন্ত্রী সাহেব ১০লক্ষ টাকা স্কুলে অনুদান করেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নানান ভাবে চেষ্টা করা হয় আব্দুল হাই সাহেবের বাবার নামটি পরিবর্তন করার জন্য।। অত্যন্ত পরিতাপের বিষয় ২০২০ সালে ২৫ বছর স্কুলের পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করা সে অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আব্দুল হাই সাহেবের অবদান তার কোন কিছুই তুলে ধরা হয় নাই।।গত ৫ ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানক অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে দেয়।। নতুন প্রজ্ঞাপনে বলা হয় সভাপতির শিক্ষাগত যোগ্যতা করা হয় ডিগ্রি পাশ এবং এডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস।। এই এডহক কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে। এর সদস্য হবে ৪ সদস্য বিশিষ্ট।। নতুন প্রজ্ঞাপনের কারনে অনেকেই সভাপতি ইচ্ছা থাকলেও প্রার্থী হতে পারছেন না। অনেকদিন যাবত অনেকের নাম শোনা গেলও ডিগ্রী পাস সার্টিফিকেটধারী না থাকার কারণে তারা তা থেকে বিরত থাকে।। শিলই ইউনিয়নের খন্ড খন্ড সমাজের সমাজপতিরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এডহক কমিটির ৩ জন ব্যক্তির তালিকায় আমার নাম প্রস্তাব করে প্রধান শিক্ষকের কাছে।।অত্যন্ত পরিতাপের সাথে এবং দু:খের সাথে বলতে চাই। কাগজ পত্র সহ ৩ জনের নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেবার আগেই বিভিন্ন সামাজিক সাইটে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। আমার পক্ষ বিপক্ষে নিয়ে ফেসবুকে বিভিন্ন কথাবার্তা আসে। আমি ব্যক্তিগত ভাবে এর জন্য আমার পক্ষে যারা পোস্ট করেছেন, আমার পক্ষে যারা পজিটিভ কিছু লিখেছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইলো।।আর যারা আমার বিপক্ষে তাদের প্রতি শ্রদ্ধার সাথে আমার ভালোবাসা রইলো। যেকোন জিনিসের এবং যেকোনো কথার পক্ষে একটা যুক্তি আছে বিপক্ষেও একটা যুক্তি আছে। শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেক কিছু দেওয়ার আছে।এটা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সবাইকে খেয়াল রাখতে হবে। পদপদবী বড় ব্যাপার না।। এখানে আমি চাই বিভিন্ন ভাবে স্কুলকে সহযোগিতা করার জন্য। আমি ঢাকা থাকি আমার ব্যবসা প্রতিষ্ঠানও ঢাকায় কিন্তু আমার ভালোবাসার গ্রাম শিলই।
শিলই গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার বিনীত আহ্বান থাকবে হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় আগামী অপ-রাজনৈতিক মুক্ত সুশৃঙ্খলভাবে ও সুন্দর ভাবে পরিচালিত হোক। প্রশাসন ও কর্তৃপক্ষ এডহক কমিটির সভাপতি হিসাবে যাকে চাইবে তিনিই দায়িত্ব পালন করবেন। তবে আমার ছোট বড় সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে এডহক কমিটির পক্ষ বিপক্ষে নিয়ে কেউ ফেসবুকে তর্কে বিতর্কে না জড়াই । আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ করবো। স্কুলের ভবিষ্যৎ সুন্দর হোক।।আমার লেখায় ভুল ভ্রান্তি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।
– মোঃ জাকির হোসেন জমাদ্দার।
ব্যবস্থাপনা পরিচালক মাস্টার গ্রুপ
Be the first to comment on "শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কমিটি, সভাপতি প্রার্থী হয়ে যা জানালেন জাকির হোসেন"