শিরোনাম

রমজান মাহমুদের বই ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের তরুণ লেখক রমজান মাহমুদের বই মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ প্রকাশ হয়েছে ।
লেখক ও শিক্ষক রমজান মাহমুদ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকার সন্তান।
তিনি জানান, দীর্ঘ সময় ধরে মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের বিভিন্ন স্থানে ইতিহাসের উপর গবেষণা চালিয়ে বইটি রচনা করা হয়েছে। ১৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। তবে বর্তমানে রকমারিতে ২৫% ডিসকাউন্ট দিয়ে বইটি পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়।
বইটিতে জীবনানন্দ দাশ ও দাশ পরিবার, আড়িয়ল বিল, বিক্রমপুরের ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, বিক্রমপুরের প্রাচীন নদ-নদী-খাল, সিনেমা হল, বিক্রমপুরে ডাকঘর স্থাপনের ইতিহাস, গণিকাবৃত্তি, বিক্রমপুরের নানা স্থাপনা, শিক্ষা, নদ নদী, ব্যক্তিত্বের উপর মোট ১৬টি প্রবন্ধ রয়েছে । এছাড়াও লেখার সাথে সংশ্লিষ্ট ২০ পৃষ্ঠার রঙ্গিন ছবি রয়েছে । বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঘাসফুল নদী।

Be the first to comment on "রমজান মাহমুদের বই ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’"

Leave a comment

Your email address will not be published.


*