স্টাফ রিপোর্টার: : চট্টগ্রামে অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলায় (একক) কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য চ্যাম্পিয়ন হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজী প্রাচুর্যকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।
এরপর ঢাকা উপ অঞ্চলের খেলায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পওয়ন ও রানার্সআপ হওয়া বিজয়ীরা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা উপ অঞ্চলের ফাইনাল খেলায় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য চ্যাম্পিয়ন হয়।
এর প্রেক্ষিতে বিভাগীয় পর্যায় পদ্ম অঞ্চল ময়মনসিংহ অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে কাজী প্রাচুর্য। ১৩ ফেব্রুয়ারী দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন ক্রীড়া সমিতির অডিটোরিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে পদ্ম অঞ্চল-বিভাগীয় পর্যায়ে (একক) চ্যাম্পিয়ন হয় কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।
এতে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়ে কাজী প্রাচুর্য গত ২২ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রামে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। সে
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও মুন্সীগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী দম্পতির ছোট ছেলে।
Be the first to comment on "জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে সংবর্ধনা"