শিরোনাম

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
মুুন্সীগঞ্জে দুইজন শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সেকান্দোর আলী চোকদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে ২ মার্চ বিকাল তিনটায় মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম মুক্তারপুরে আসামির ভাড়া বাড়িতে।
পুলিশ সূত্রে জানা যায়, খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নির্জনে এই দুই শিশুকে ধর্ষণ করে সে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন গতকাল রাতে উক্ত আসামিকে আটক করে ৯৯৯ এ কল করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আসামি ও ভিকটিমদেরকে থানায় নিয়ে আসে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Be the first to comment on "মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*