স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদনপুর এলাকায় সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযান চলাকালে গোপনে ক্রেতা সেজে দোকানগুলোতে তদারকি করা হয়। এসময় একজন ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ১৪৫ টাকা বেশি রাখছিলেন, যা হাতেনাতে প্রমাণিত হয়। আরেক ব্যবসায়ী ক্রেতাদের সয়াবিন তেল নেই বলে জানালেও পরবর্তীতে তার গুদাম থেকে মজুদকৃত বিপুল পরিমাণ তেলের সন্ধান পাওয়া যায়।
পরে এসব অনিয়মের দায়ে ৬টি মামলায় মোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং অতিরিক্ত মূল্যে বিক্রি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান নিয়মিত চলবে।”
মুন্সীগঞ্জে সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট, ৬ ব্যবসায়ীকে জরিমানা

Be the first to comment on "মুন্সীগঞ্জে সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট, ৬ ব্যবসায়ীকে জরিমানা"