স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে
১৯৮৬ সালের ব্যাচ আমরা ছিয়াশিয়ান সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। লৌহজংয়ের ঘোলতলী
দ্যা স্লো গার্ডেনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এতে ছিয়াশিয়ান বন্ধুরা প্রাণে প্রাণে মায়ার টানে একত্রিত হয়ে শৈশবের স্মৃতি ও আনন্দে মেতে উঠেন। এতে উপস্থিত ছিলেন আমরা ছিয়াশিয়ান সংগঠনের লোকনাথ, মানিক, মিঠু, হাছান,শংকর কুমার সাহা ,দেবু,মহসিন, কাজল,কাদের,আনিছ, সৈয়দ রুমু, সুলতান,সজল,তাহের,মহিউর, আলম, ইব্রাহিম ও হানিফ প্রমুখ। ছিয়াশিয়ান শংকর কুমার সাহা বলেন, ১৯৮৬ সালের ব্যাচের বন্ধুরা মিলন মেলায় একত্রিত হয়ে একটি ভাল দিন উদযাপন করলাম। বন্ধুত্বের এ বন্ধন অমলিন থাকবে।
মুন্সীগঞ্জে আমরা ছিয়াশিয়ানের মিলন মেলা অনুষ্ঠিত

Be the first to comment on "মুন্সীগঞ্জে আমরা ছিয়াশিয়ানের মিলন মেলা অনুষ্ঠিত"