স্টাফ রিপোর্টার:
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের উদ্যোগে এবং সমাজকল্যান মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বেলা ১১.০০ টায় মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক টারমিগানের সম্পাদক ও প্রকাশক হাজ্বী মোহাম্মদ সেলিম, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, হাজ্বী মোঃ আনোয়ার হোসেন মোল্লা।
জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ মমিন বিশ্বাস, দৈনিক জনজীবন(অনলাইন) স্টাফ করেসপন্ডেন্ট মোঃ মাসুম বিল্লাহ, জেলা প্রতিনিধি মোঃ আল আমিন হোসাইন, সদর প্রতিনিধি এমএ রহমান, ফটো সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, সবুজ হোসেন, ইয়াছিন, হাফিজউদ্দিন প্রমুখ।এ সময় ভাষা আন্দোলনে শহিদ ও আহত, মুক্তিযুদ্ধে শহিদ ও আহত, ২৪শে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের এবং উপস্থিত সবার বাবা মায়ের আত্নার মাগফিরাত কামনা করে এবং সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জনজীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জনজীবনের নির্বাহী সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুর রহমান ফকির বলেন- বর্তমান যুগ অনলাইনের যুগ তবে সবাইকে তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করতে হবে।সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান বলেন অনলাইন সাংবাদিকতা মানে স্মার্ট সাংবাদিক আর এর পাঠক হচ্ছে স্মার্ট ফোন ব্যবহারকারী স্মার্ট পাঠক। স্মার্ট পাঠকদের হাতের মুঠোয় থাকে সারা পৃথিবী, সারা পৃথিবীর পত্রিকা। তবে কোনো মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।এ সময় গত দুই মাসে বেশি নিউজ দেয়া প্রতিনিধিদের মাঝে ১ম,২য় ও ৩য় পুরস্কার এবং প্রতিনিধিদের কার্ড বিতরন করা হয়।
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনজীবনের আলোচনা সভা

Be the first to comment on "মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনজীবনের আলোচনা সভা"