স্টাফ রিপোর্টার: মিরকাদিমে অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে অভিবাসীদের আইনী সুরক্ষা বিষয়ক লিগ্যাল ওরিয়েন্টেশন হয়েছে। মিরকাদিম পৌরসভার সেমিনার কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ৷ এতে ওকাপের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রংয়ের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারী মুহাম্মাদ আব্দুর রব, মিরকাদিম ওকাপ ফোরামের সভাপতি মো: মিজান, শিল্পী মো: সুমন, ঝুমা,আক্তার, মাহবুব আলম জয়, মো: শাহীন, পারুল বেগম ও জহিরুল ইসলাম সহ অন্যরা।
এসময় নির্যাতিত প্রবাস ফেরত একাধিক নারী তাদের কষ্টের কথা তুলে সকলকে বৈধভাবে বিদেশ যাওয়ার অনুরোধ করেন।
Be the first to comment on "মিরকাদিমে ওকাপের লিগ্যাল ওরিয়েন্টেশন"