স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্যসেবা, ডায়াবেটিকস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় আব্দুল্লাহপুর আবু সাঈদ ভিলা সরকার বাড়িতে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও সমাজ সেবা কাউসার সরকারের সার্বিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের সভাপতি কাউসার আহমেদ, সবুজ কুঁড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহবুব আলম জয়,
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা শাখার
সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পিংকি রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানী বেগম,আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের সাধারণ সম্পাদক মনির শেখ, জিয়াউর রহমান, সিরাজ পাঠান,সাংবাদিক মাসুম আহমেদ আফিফ, আব্দুল্লাহপুর নবজাগরণ সংগঠনের সদস্যবৃন্দ, স্বপ্ননীড় ডায়াগনস্টিক ল্যাবের মেডিকেল টিম,মানবতার সেবায় রক্তদান সংস্থা সদস্য, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ক্যামেরা পার্সন অর্ণব চক্রবর্তী,সংগঠক জীবন মাদবর, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। পরে ৭৬ বার রক্তদান করায় নাজমুল খান সুজনকে গুনিজন সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানটিতে আব্দুল্লাহপুর নবজাগরণ সংগঠন , স্বপ্ননীল ডায়াগনস্টিক ল্যাব, মানবতার সেবায় রক্তদান সংস্থা, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি, আলোকিত মুন্সীগঞ্জ, আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের সহযোগিতায় ইউনিয়নের প্রায় শতাধিক সাধারণ মানুষ ফ্রি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ও গুনিজন সম্মাননা"