স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী মহিলাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া লিল বানাত সোনারং আদর্শ মহিলা মাদ্রাসায় খতমে কুরআন ও খতমে সিহাহ সিত্তাহ সম্পন্ন হয়েছে। সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে বিশাল এড়িয়া নিয়ে অবস্থিত মাদ্রাসাটির বহু তলা বিশিষ্ট ভবনে এই বাৎসরিক প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালে স্থাপিত ৫৪বছরের পুরোনো প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২ হাজার ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রতিষ্ঠানটি থেকে শত শত মেয়ে শিক্ষার্থী হাফেজে কুরআন ও বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস(মাস্টার্স)পাশ করে দেশের বিভিন্ন মহিলা মাদ্রাসায় দ্বীনি শিক্ষা প্রদান করে আসছেন।এতে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মাহফুজুল হক। তিনি বুখারী শরীফের সমাপনী সবক দান ও নসিহত পেশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা জাতীয়তাবাদীদল (বিএনপি)সভাপতি আলহাজ্ব মোঃ আলী আজগর রিপন মল্লিক।
সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে মাদ্রাসাটির সেক্রেটারী আব্দুল কাদের মল্লিক, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন,ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম লেলিন খান ও সাংবাদিক সামসুদ্দিন তুহিন প্রমুখ।।
ছাড়া আলোচনা ও বয়ান পেশ করেন দিঘীরপাড় টঙ্গীবাড়ি পীর সাহেব শায়খুল হাদীস মুফতী হাফিজুদ্দীন,অত্র মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা সাইফুল্লাহ, মাওলানা শরাফাতুল্লাহ নদভী, শায়খুল হাদীস মাওলানা রফিকুল ইসলাম নদভী ও মাদ্রাসাটির মুহতামিম কাজী মোস্তাফিজুর রহমান।
Be the first to comment on "ঐতিহ্যবাহী সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার খতমে কুরআন ও খতমে সিহাহ সিত্তাহ সম্পন্ন"