স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ: নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মিরকাদিম পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য-শূন্যতার প্রচার,ডেঙ্গু মোকাবেলা: মশক নিধন, জলাবদ্ধতা নিরসন অভিযান ও কর্মশালা কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায়
পৌরসভার পূর্বপাড়ায় ও পরে পৌরসভার সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমান। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশানার ভূমি ও মিরকাদিম পৌরসভার সিইও একেএম হাসানুর রহমান, পৌর প্রশাসকের কার্যসম্পাদনে সহায়তা প্রদান কমিটির সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস. এম. আব্দুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. রেজাউল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারিহা নুজহাত,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ কাইয়ুম চৌধুরী, প্রকৌশলী হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল হক,প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডল, পৌরসভার প্রধান সহকারী মুহাম্মদ আব্দুর রব ও কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন প্রমুখ।
Be the first to comment on "মিরকাদিমে তারুণ্য উৎসবে পরিচ্ছন্নতা অভিযান"