শিরোনাম

রামপালে শিক্ষা সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের রামপালের পানহাটায় জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পশ্চিম পানহাটা ফোরকানিয়া হাকিমিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে খাতা,কলম,পেন্সিল ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরণ করা  হয়েছে ।

এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জীবন মাদবরের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা  মো:সামাদ কবির।অন্যদের মাঝে   উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মো: জামাল উদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক মো:ইসমাঈল আল মামুন, ব্যবসায়ী মো:রুহুল আমিন মাদবর,টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শাহীন, সমাজ সেবক কাদির সিকদার,সমাজ সেবক শ্যামল সিকদার,সমাজ সেবক মো:কাশেম দেওয়ান,সমাজ সেবক দেলোয়ার হোসেন।

জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো:নজরুল ইসলাম তূর্য,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন,প্রচার সম্পাদক সাজাদ হোসেন তামিম,উপ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, উপদেষ্টা মো:আল আমিন,কার্যকরী সদস্য সায়মা আক্তার তাহেরা,সেচ্ছাসেবী সদস্য মো:রিজন,সদস্য সুরাইয়া আহাম্মেদ শ্রুতি,সদস্য অথৈ মনি,সদস্য আমেনা আক্তার,সদস্য ফাহিদুল ইসলাম,সদস্য ইসমাইল হোসেন লিমন, সদস্য রাহাত,সদস্য মো:রাফসান মাদবর,সদস্য রাতুল,সদস্য আল আমিন, সদস্য মো:সিহাব প্রমুখ।

 

Be the first to comment on "রামপালে শিক্ষা সামগ্রী বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*