নিজস্ব প্রতিনিধি,আলোকিত মুন্সীগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালী করেছে ছাত্রদল। শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালি শুরু হয়।
এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ২ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।পরে শহরের পুরাতন কাচারি হয়ে র্যালিটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার আহবায়ক তাজুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবু্ব মল্লিক, শহর ছাত্রদলের আহবায়ক রোমান হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ, মিরকাদিম পৌর শাখার আহবায়ক মাইনুল ইসলাম আসিফ টংগিবাড়ী বিটি কলেজ শাখার আহবায়ক তানভির মল্লিক প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী"