শিরোনাম

মিরকাদিমে  প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন টেঙ্গর তরুণ সংঘ

 

স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ:

মিরকাদিমে  প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছে টেঙ্গর তরুণ সংঘ । টেঙ্গর সোনালি অতীত ক্লাবের আয়োজনে  রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রাত ৮ টায় এ টুর্নামেন্টেটেঙ্গর জুনিয়র স্পোর্টসকে   হারিয়ে  চ্যাম্পিয়ন গৌরব হওয়ার অর্জন করে টেঙ্গর তরুণ সংঘ।

এতে টেঙ্গর সোনালি অতীত ক্লাবের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টেঙ্গর ক্রিড়া সংঘের আহবায়ক মো: পিয়াশ,  টেঙ্গর ক্রিড়া সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো: শাকিল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিঠুন ইসলাম, কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম রতন ও আমির চিনা ও মো: শাকিল সহ অন্যরা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

 

Be the first to comment on "মিরকাদিমে  প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন টেঙ্গর তরুণ সংঘ"

Leave a comment

Your email address will not be published.


*