শিরোনাম

মুন্সীগঞ্জের বানারীচরে ইন্ডেভারের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ইন্ডেভারের উদ্যোগে টঙ্গীবাড়ির হাসাইল বানারী চরে শনিবার বেলা ১২ টায় শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক  সিরাজুল হক মুন্সী।

এতে ইন্ডেভারের সভাপতি আতিকুল ইসলাম সুমিতের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন

বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক  মেহেদী হাসান, ইন্ডেভারের সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম,টেক্স অফিসার শাহরিয়ার হোসেন, এডভোকেট মাসুদ পারভেজ সাগর, মুন্সীগঞ্জ জেলা লেখক ফোরামের সাধারণ সম্পাদক  মাহবুব আলম জয়, ইন্ডেভারের কোষাধ্যক্ষ আশরাফুল আলম,শোভন সাব্বির, শেখ ফরিদ, নাদিম মাহমুদ,  সিফাত সুলতানা,সবুজ শেখ, রতন হোসেন,ফারজানা মুনা,আল আমিন, এনামুল, রুবেল,নাহিদ,শিশির,আসাদ,রাসেদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য  ২০১৫ সালে ইংরেজি বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইন্ডেভার যা বিভিন্ন ধরনের সেবা মুলক কাজ করে যাচ্ছে।প্রতি বছর শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক সামগ্রী বিতরণ,রমজানের সময় ইফতার সামগ্রী বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে ইন্ডেভার।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জের বানারীচরে ইন্ডেভারের উদ্যোগে কম্বল বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*