স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলা টেক্সেস বার এসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে মোঃ সালাউদ্দিন হোসেন (টুটুল)। জানা গেছে, সালাউদ্দিন হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতেবি.কম (অনার্স), এম. কম, (ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড হতে আইটিপি, জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এল,এল.বি সম্পন্ন করেন।
এছাড়াও সাবেক এই ছাত্রনেতা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জ জেলা টেক্সেস বার এসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক সালাউদ্দিন "