স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামির নাম টিপু মোল্লা (৪৫)। সে মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। টিপু নিহত যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গেলো পহেলা নভেম্বর মধ্যে রাতে মুন্সীগঞ্জের কালিরচর মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনায় পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। ঘটনার পাঁচদিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও আটজন ও অজ্ঞাত সাতজনের নামে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১২টা দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে দাউদকান্দি থেকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। তবে হত্যাকাণ্ড কিংবা দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারিনি। আসা টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার প্রধান আসামি গ্রেপ্তার"