মো. মারুফ হোসেন: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহিম আহমেদ তপুর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রামপাল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়া (পানহাটা), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ব্যাপারী (পানাম), বীর মুক্তিযোদ্ধা মন্নাফ বেপারী (সুখবাসপুর), বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল মন্টু (সুখবাসপুর) এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাবুল (দালালপাড়া) – তাদের কবর জিয়ারত করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় ইব্রাহিম আহমেদ তপু অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেরু ভুইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিশু, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর ভুইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এই উদ্যোগটি স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার এবং যুবসমাজের কাছে দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
Be the first to comment on "মুক্তিযোদ্ধাদের স্মরণে রামপালে কবর জিয়ারত ও দোয়া"