শিরোনাম

যুব এশিয়া কাপ ক্রিকেটে মুন্সীগঞ্জের মারুফের কৃতিত্ব 

 

স্টাফ রিপোর্টার,(আলোকিত মুন্সীগঞ্জ):  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও এলাকার কৃষক আকবর মৃধা ও মর্জিনা বেগম দম্পতির তিন পুত্রসন্তানের মধ্যে মারুফ মৃধা সবার  ছোট। বড় দুই ভাই ইসমাইল মৃধা ও ইউসুফ মৃধার হাত ধরেই ছোটবেলায় পারা মহল্লায় ক্রিকেট খেলে বেড়াতেন। বাহাতি এই খেলোয়ার টেপ টেনিস বলে ত্রাস ছড়ানো মারুফের বোলিং দেখে এলাকার ছোট বড় সকলে উৎসাহো দিয়ে বলতো ‘তোমাকে দিয়ে ক্রিকেট খেলা সম্ভব’ এসব প্রশংসা তার মনে ইতিবাচক প্রভাব ফেলে। সেই প্রভাবেরই একটি অংশ ভারতকে ধাক্কা দেয়ারমত ঘটনা ঘটিয়েই ফেল্লেন মারুফ। যুব এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। গত রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৮ বারের শিরোপাধারী ভারতকে ৫৯ রানে হারিয়ে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের যুবারা। এদিন পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসায় ভাসছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ভারতকে বড় ধাক্কা দিয়ে বাংলাদেশের হাতে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মারুফ মৃধা। ভারতকে  হারিয়ে বাংলাদেশের এই বিজয়ে মারুফ মৃধার গ্রামের বাড়িতে এখন চলছে বিজয় উৎসব।

 

Be the first to comment on "যুব এশিয়া কাপ ক্রিকেটে মুন্সীগঞ্জের মারুফের কৃতিত্ব "

Leave a comment

Your email address will not be published.


*