স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কামারখাড়ায় মঙ্গলবার দিনব্যপী অন্তরা ললিতকলা একাডেমি সামাজিক সংগঠনের উদ্যোগে ভিশন আই কেয়ার ও ফিজিওথেরাপি সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়েছে । এ সময় রোগীদের মাঝে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চোখে ড্রপ, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন অন্তরা ললিতকলা একাডেমি সামাজিক সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুল জব্বার, সংগীত প্রশিক্ষক মোস্তফা জামান, প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন মানু , ভিশন আই কেয়ার ও ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফারজান সুমন ও জালাল উদ্দিন মুন্না প্রমুখ।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. তাইফুর রহমান মেডিকেল অফিসার ভিশন আই কেয়ার ও ফিজিওথেরাপি সেন্টার ।
অনুষ্ঠানটি চলাকালে সংগঠক মাইনুদ্দিন মানু রোগীদের উপস্থিতি দেখে বলেন, ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে একটি করে ফ্রি ক্যাম্প এখানে পরিচালনা করবো। পরে সেবা শেষে চিকিৎসক ও আয়োজকদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জের কামারখাড়ায় বিনামূল্যে দেড় শতাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান "