স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা ওভার ব্রীজের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
নিহত চালকের বড়ভাই হালিম বেপারী জানান, শুক্রবার বিকেলে আলাউদ্দিন বেপারী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তারা তাকে অনেকবার কল দিলেও সে রিসিভ করেনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে সিরাজদিখান থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে
Be the first to comment on "মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই"