শিরোনাম

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস ও পিকআপ সংঘর্ষে আহত ৬ 

 

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও মিনি পিকআপে সংঘর্ষে অন্তত চালকসহ ৬ জন আহত হয়েছে। এতে বাস ও মিনি পিক আপের চালকের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২৪) সকাল ৮টায় পদ্মাসেতু উত্তর থানার খানবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুড়া সদর এলাকার সোহাগ (২৪), আসাদুজ্জামান (৬৫), খুলনা সোনাডাঙ্গার আরাফাত (৩৫), খুলনা সদর এলাকার হাসিব আলী (২৬), যশোর কোতোয়ালি থানা এলাকার মানিক (১৯) ও হারুন অর রশিদ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, সকাল সাড়ে ৮টায় মাওয়ামুখী সোহাগ পরিবহন ও মিনি পিকআপের সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকা থাকা দুই পরিবহনের চালকসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস ও পিকআপ সংঘর্ষে আহত ৬ "

Leave a comment

Your email address will not be published.


*