শিরোনাম

মিরকাদিমে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন 

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে বাংলাদেশ ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক, জনকল্যান মূলক, জনপ্রতিনিধিত্বশীল সমাজ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে খেলাফত মজলিস মিরকাদিম পৌর শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  মিরকাদিম পৌর এলাকার নগরকসবায় শুক্রবার সকাল ৯ টায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন

খেলাফত মজলিসের  কেন্দ্রীয় শুরা সদস্য ও  মুন্সীগঞ্জ জেলা সভাপতি  মাওলানা হাফেজ মুহাম্মদ জাকির হোসাইন। এতে  খেলাফত মজলিসের মিরকাদিম পৌরসভার সভাপতি  মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইনের  সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এ.বি.এম.মশিউর রহমান, জেলা সহসভাপতি মাওলানা আবুল কাশেম , সহকারী সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম. আওলাদ হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. মাহতাব উদ্দীন, দপ্তর সম্পাদক মুফতী ইসমাঈল বিন ফজল ও অর্থ সম্পক আলহাজ্ব আব্বাস কাজী সহ ইসলামী যুব মজলিস, ইসলামী ছাত্র মজলিস, শ্রমিক মজলিস সহ মিরকাদিম পৌর বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।। এতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহবায়ক এ্যাডভোকেট মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

এসময়  বক্তরা বলেন, জালেমদের হাত থেক, জুলুমের চিরস্থায়ী নিষ্কৃতির জন্য খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সারা দেশের রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থের প্রতি অগ্রাধিকার দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া বাংলাদেশের বন্যা সংকট উত্তরণে ভারতের সাথে স্থায়ী মীমাংসা করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

 

Be the first to comment on "মিরকাদিমে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন "

Leave a comment

Your email address will not be published.


*