শিরোনাম

মুন্সীগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা বলেন, ‘আজ বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন আবুল কাশেম। পরে মুন্সীগঞ্জ জেনারেলে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর।’

জেলার আরও বলেন, ‘মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হতে পারে।’

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেল সুপার মো. বদরুদ্দোজা রাত ৯ টার দিকে বলেন, ‘এনআইএ্যাক্ট মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামির আমাদের কারাগারে মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ তাঁর স্বজনদের কাছে পৌঁছালে মৃত বৃদ্ধার ছেলেসহ স্বজনরা এসেছিল। আমাদের কারাগারে মৃত্যূ হলে নিয়ম অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত করতে হয়। এ  প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ আগামীকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*