শিরোনাম

রামপাল হাই স্কুলের এসএসসি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী 

স্টাফ রিপোর্টার,(আলোকিত মুন্সীগঞ্জ) :  মুন্সীগঞ্জ সদরের রামপাল এনবিএম  উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সম্প্রীতির বন্ধন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।   এ উপলক্ষে রামপাল হাই  স্কুল প্রাঙ্গণে শুক্রবার সকালে সকলে এক সাথে একত্রিত হন। এরপর ঐতিহ্যবাহী পর্যটন স্পট লৌহজংয়ের মৃধাবাড়িতে দিনভর আলোচনা,প্রীতিভোজ,আড্ডা,সাংস্কৃতিক কর্মসূচি সহ নানা আয়োজন করা হয় । এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন  মো: আনিসুর রহমান, মো: ফারুক হোসেন, মো:  রিমন, আলমগীর, জসিম, সাইফুল, ফরহাদ, আমজাদ, হিরো,মুক্তার ও মাকসুদা আক্তার তুলি  সহ অন্যরা।

এতে পুনর্মিলনী সার্বিক সহায়তা করেন রামপাল হাই স্কুলের ২০০৩ ব্যাচের প্রবাসী  প্রবাসী বন্ধু  জহির, সবুজ, সাইদুর সহ অন্যরা।  পরে সকলের মাঝে শুভেচ্ছা স্মারক ও মগ ও গিফট বিতরণ করা হয়।

 

Be the first to comment on "রামপাল হাই স্কুলের এসএসসি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী "

Leave a comment

Your email address will not be published.


*