স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে চুনা কারখানা বন্ধের নির্দেশ ও অবৈধ চুনা কারখানা পরিচালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রাম সংলগ্ন মানাবে ওয়াটার পার্কের বিপরীতে অবস্থিত অবৈধ চুনা কারখানার স্বত্বাধিকারী মো. আপনকে ১ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং আগামী তিন দিনের মধ্যে কারখানা অপসারণ করার নির্দেশ প্রদান করেন।অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ও গজারিয়া থানা পুলিশ।
Be the first to comment on "গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় অভিযান, অর্থদন্ড,"