স্টাফ রিপোর্টার: মোঃ সবুজ, পিতা- মৃত মোঃ আক্তার হোসেন, উত্তর কালিন্দীপাড়া নিবাসী, (নুরপূর সমাজ) সবুজকে গত ২০ সেপ্টেম্বর ২০২৪ হতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যান্য দিনের মতো সেদিরও কাজের তাগিদে মিশুক (ব্যাটারিচালিত রিক্সা) চালানোর জন্য বের হয় বাসা হতে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের স্ত্রী আনোয়ারা বেগম বেবী। বাসা থেকে বের হওয়ার সময় তিনি লাল-কালো শার্ট পরিহিত ছিলেন।
কেউ নিখোঁজ ব্যক্তিটিকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৯২৪৯৫৬৬৮৯.
Be the first to comment on "মিরকাদিমে বাসা হতে বের হয়ে দুইদিন ধরে নিখোঁজ অটোচালক সবুজ"