স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে ইছামতি নামে স্মরণিকার প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হোসেন খসরু।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঐশি আক্তার। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো.জাকির হোসেন শ্রেণি পর্যায়ে ম্যাগাজিন আকারে স্মরণিকা প্রকাশের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
Be the first to comment on "লৌহজং ব্রাহ্মণগাঁও স্কুলে ইছামতি স্মরণিকার প্রকাশনা উৎসব"