শিরোনাম

মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১২

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে শিয়ালের কামড়ে জখম ১২ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার রাত ৯ টায় একটি পাগলা শিয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে  পেয়েছে তাকেই কামড়ায়। গ্রামবাসী শিয়ালটি মারার জন্য ধাওয়া করেও পায়নি, আবার জঙ্গলে ফিরে যায়  শিয়ালটি। তাই আবার কখন হানা দেয় সেই শঙ্কায় গ্রামবাসী এখন আতঙ্কিত।

আহত বিল্লাল হোসেন বলেন, ‘নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেওয়ার পর শিয়ালটি একটু দূরে গিয়ে এক নারীকে কামড়ায়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শিয়ালটি আক্রমণ করেছে।

মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আহতদের মধ্যে রয়েছন- সাদিয়া আক্তার সাইমা (২০), আরবি আক্তার (১৮),  নাজমা সুলতানা (৪৫) , আনোয়ার হোসেন (৫০), আমিনুল হক (৭০), মোঃ সুমন শেখ, (২৭), মো.  জান শরিফ মৃধা (৫০), সিমথী মুনি (১৫), রুপকোনা (৮০), দীপ মন্ডল ( ২৩) ও মো. দেলোয়ার হোসেন (৪৬)।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১২"

Leave a comment

Your email address will not be published.


*