স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ পবিসের ক্রীসকপের আয়োজনে মো: রোকনুজ্জামান খান লাইনম্যান গ্রেড-১ এর লাইন টেকনিশিয়ান পদে নোয়াখালী পবিসে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২৪) সিপাহীপাড়াস্থ জেলা পবিস অফিসে বিদায়ী ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন অত্র পবিসের জিএম মো: হাদিউজ্জামান । মো: রোকনুজ্জামান খান এ পবিসে প্রায় ১৭ বছর কর্মরত ছিলেন। এসময পবিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পল্লি বিদ্যুৎ সমিতিতে রোকনুজ্জামানকে বিদায় সংবর্ধনা"