নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকায় এদিন বিদ্যুৎ থাকবেনা সেগুলো হচ্ছে চরকিশোরগঞ্জ, গুচ্ছগ্রাম, বালুরঘাট, নাসির মেম্বারের বাড়িসহ তৎসংলগ্ন এলাকা।
এদিন এসব এলাকায় বিদ্যুৎ লাইনের আশেপাশে থাকা গাছের ডালপালা কাটার কারণে সেখানে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ বিষয়টি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ইদ্রাকপুরস্থ ডিজিএম প্রকৌ: মো: এনামুল হক নিশ্চিত করেছেন।
এদিকে আবহাওয়া জনিত কারণে অথবা কারিগরি প্রয়োজনে বর্ণিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
Be the first to comment on "আজ চারটি এলাকায় বিদ্যুৎ থাকবে না"