মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জ সদরের রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের পুনর্মিলনী হয়েছে। শুক্রবার সকালে রামপাল হাই স্কুল হতে একটি শোভাযাত্রা হাতিমারা সিপাহীপাড়া প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপি রঘুরামপুর বৌদ্ধ বিহারে প্রীতিভোজ, শিক্ষকদের সংবর্ধনা,আলোচনা সভা ও কবিতা গল্প আড্ডা হয়। ২৬ বছর পর একত্রিত হয়ে বন্ধুরা বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক সমির কুমার বসু। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক ইসলাম হাওলাদার,মো: নুর হোসেন, মো: আনিছুর রহমান, মো: হিমকত আলী,মো: খোরশেদ আলম ও মো: টিপু প্রমুখ।
এতে এসএসসি ৯৮ ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. সালাউদ্দিন টুটুল, মো: আক্তার হোসেন মেম্বার, মো: আল আমিন ঢালী, মো: মিজানুর,মো: নিউটন,মো: আল আমিন, মো: মামুন, মো: সোহেল,সোহাগ হাওলাদার,মো: কাউয়ুম,মো: সম্রাট শিকদার,মো: নজরুল ইসলাম, সুমি,মুন্নি,পুতুল,সাবিনা, ফারজানা,রজনী সহ অন্যরা। পরে এড. সালাউদ্দিন টুটুলকে আহবায়ক ও মো: আক্তার হোসেনকে সদস্য সচিব করে এসএসসি ৯৮ ব্যাচের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়।
Be the first to comment on "রামপাল হাই স্কুলের ৯৮ ব্যাচের পুনর্মিলনী"