শিরোনাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  মিরকাদিমের  পৌর ছাত্রদল নেতা শারিক নিহত

 

স্টাফ রিপোর্টার:  সরকার পতনের এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সোমবার ঢাকা শহীদ মিনার এলকায় মাথায় গুলি লেগে নিহত হয়েছেন মিরকাদিম  পৌর ছাত্রদলের সদস্য সচিব শারিক চৌধুরী  মানিক।  বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন  প্রথম থেকেই  ঢাকায়  আন্দোলনের সাথে যুক্ত ছিলেন  শারিক। নিহত শারিক চৌধুরী  মানিকের বাড়ি  মিরকাদিম  পৌরসভার  দক্ষিণ রামগোপালপুর   এলাকার পুকুরপাড়   মহল্লার ডেপুটি  বাড়ি। শারিকের বাবার  আনিছুর রহমান  চৌধুরী  বলেন, আমার ছেলের হত্যার বিচার চাই।

মিরকাদিম  পৌর বিএনপির  সভাপতি   আলহাজ্ব  জসিমউদদীন  আহমেদ  বলেন,   শারিক চৌধুরী  মানিক ছিল মিরকাদিম  পৌর  ছাত্রদলের সদস্য-সচিব। স্বৈরাচারের  গুলিতে ঝরে গেল সারিকের মত  মেধাবী তাজা প্রান। সোমবার

রাত ১০ টায় রিকাবীবাজার  ঈদগাঁহ মাঠে   শারিরিকের  জানাজা অনুষ্ঠিত  হয়। জানাজার  নামাজের আগে বক্তব্য রাখেন  বিএনপি  নেতা ওবাদুর রহমান বকুল, মিজানুর রহমান  মিজান,শাহিন মাদবর,আল হেলাল রয়েল, তানজুর ইসলাম,আনোয়ার হোসেন আনু প্রমুখ।

Be the first to comment on "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  মিরকাদিমের  পৌর ছাত্রদল নেতা শারিক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*