শিরোনাম

গাইনি ও  প্রসূতি বিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেছে ডা. তানিয়া

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জের সন্তান ডাক্তার আমেনা খাতুন তানিয়া গাইনি ও প্রসূতি বিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অফ সার্জনস  (BCPS) থেকে স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় এমসিপিএস (গাইনী এন্ড অবস্) উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে গাইনি বিশেষজ্ঞ হিসেবে  ডিজিও ( গাইনি এন্ড অবস)   ডিগ্রী অর্জন করেন।

ডাক্তার আমেনা খাতুন তানিয়া মুন্সীগঞ্জের সংগঠক মো: সাইফুর রহমানের সহধর্মিনী। তার এ অর্জনে মুন্সীগঞ্জের বিভিন্ন সংগঠন হতে শুভেচ্ছা জানানো হয়। ডা. তানিয়া সকলের নিকট দোয়া প্রার্থী।

 

Be the first to comment on "গাইনি ও  প্রসূতি বিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেছে ডা. তানিয়া"

Leave a comment

Your email address will not be published.


*