স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে আলোচনা সভা ,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দপুরে মিরকাদিম পৌর এলাকা বট তলায় আওয়ামীলীগের কার্যালয়ের হল রুমে এতে মিরকাদিম পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ।
এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন তথ্য ও গবেষণা সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাতেন সেন্টু,সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাজেদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহম্মেদ,আওয়ামীলীগ নেতা ডা. নজরুল,জাহাঙ্গীর,বিল্লাল,রতন দেওয়ান,শাহ মোহাম্মদ আলী, আব্দুল মালেক, বাপন পোদ্দার,মাসুদ রানা সহ মিরকাদিম পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা। বক্তব্য শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়ায় অংশ নেয় নেতা কর্মীরা। দোয়া শেষে কেক কাটেন অতিথিবৃন্দরা।
Be the first to comment on "মিরকাদিমে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত "