শিরোনাম

মুন্সীগঞ্জে ৫ দিন যাবৎ মাদরাসার ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার:( আলোকিত মুন্সীগঞ্জ)  মুন্সীগঞ্জে ৫ দিন যাবৎ মোহাম্মদ সাব্বির মোল্লা (১২) নামে মাদরাসাই দারুল উলূম চিতলিয়া মাদরাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। তার পিতার নাম মৃত কমাল মোল্লা, মাতা কাজলি ও নানার নাম কালু ভুইঞা,  গ্রাম সোলার চর ভুইঞা বাড়ি  থানা ও জেলা মুন্সীগঞ্জ।

তার মামা নাজির হোসেন জানান,  গত ৮ জুন  শনিবার বিকাল ৩ টায়  মাদরাসা থেকে না বলে বের হয় যায়। এর পর থেকে সে নিখোঁজ আছে। আমরা অনেক জায়গায় খুঁজেছি কোথাও পাইনি। তার পরনে ছিলো সাদা পাঞ্জাবি   গায়ের রং কালো। সে সহজ সরল প্রকৃতির। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।কেউ তার সন্ধান পেলে নিন্মের  মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

#  শিক্ষক-০১৭৫৪৯৫৭৭৮৮

#     মামা-০১৯৯২৫৪৩২৫২

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ৫ দিন যাবৎ মাদরাসার ছাত্র নিখোঁজ"

Leave a comment

Your email address will not be published.


*