স্টাফ রিপোর্টার: “বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে অদ্য ০৫ ই জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪। “বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল (২০২৪০ দিন) স্মরনে মুন্সীগঞ্জ জেলায় ১ লাখ ৪১ হাজার ৬৮০ টি বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অবস্থিত চাম্পাতলা উচ্চ বিদ্যালয় প্রাঙনে বৃক্ষরোপনের মাধ্যমে ৩৫ হাজার চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান, পঞ্চসার ইউপি চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা ইউপি সচিব রুহুল আমিন সবুজ সহ প্রশাসনের নেতৃবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ৩৫ হাজার গাছের চারা বিতরণ"