স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে পঞ্চসার ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার, বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় ৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৫০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ। এতে ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সরদার রোবেল, আঃ লতিফ, মো: সালাম, মো: মামুন মিয়া,মো: আল আমিন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আম্বিয়া আক্তার স্বর্না ও শিল্পী আক্তার সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Be the first to comment on "পঞ্চসারে ৩ কোটি ৩৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা"