স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি সেপাক টাকরো বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রেগু ইভেন্টের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ২-০ সেটে হারিয়ে বাংলাদেশ দল শেষ চারের টিকিট কাটে। সোমবার প্রথম সেটে ১৭-১৪ পয়েন্টে জয় পায় লাল-সবুজের দল। দ্বিতীয় সেটে ১৫-১০ ব্যবধানে জয়ের পর বাংলার খেলোয়াড়রা জয়ের আনন্দে মাতে। রেগু ইভেন্টেরপ্রথম
খেলায় চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে (১৫-৭ ও ১৫-৫ পয়েন্ট) বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপের বাকি ম্যাচগুলোতে জয় তুলে নেয় দলটি।
দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ সেটে (১০-১৫, ১৫-১০ ও ১৫-৩ পয়েন্ট) জয় পায় বাংলাদেশ। পরে পাকিস্তানকে ২-০ সেটে (১৫-১২ ও ১৫-৮ পয়েন্ট) হারিয়ে দেয়।
সেপাক টাকরো খেলার নিয়ম অনেকটা ভলিবলের মতো। পার্থক্যের জায়গাটা হল, ভলিবলে হাত দিয়ে বল প্রতিপক্ষের কোর্টে ঠেলে পয়েন্ট আদায় করতে হয়। সেপাক টাকরোতে হাতের ব্যবহার হয় না। বল পা দিয়ে কিক ও হেডে প্রতিপক্ষের কোর্টে ফেলতে হয়।
এই খেলার অন্যতম সমন্বয়ক মুন্সীগঞ্জের সন্তান মোহাম্মদ ফারুক ঢালি বলেন, ইনশাআল্লাহ আমরা সেমিফাইনালে উঠেছি। আমাদের লক্ষ্য ভালো কিছু করা। আমরা আশাবাদী।
Be the first to comment on "সেপাক টাকরো বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ"