শিরোনাম

মুন্সীগঞ্জে একসাথে তিনপুত্র সন্তান জন্ম দিলেন প্রসূতি নারী

স্টাফ রিপোর্টার: :মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় তিন পুত্র সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী।  সিপাহীপাড়া স্পেশালিষ্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  ডা: ফারজানা আক্তার লাবনীর  তত্ত্বাবধায়নে  গেলো  সোমবার দুপুরে ফুটে ফুটে তিন ছেলে সন্তানের জন্ম দেন প্রসূতি তানিয়া বেগম। বর্তমানে তিন নবজাতক ও তাদের মা সুস্থ্য রয়েছেন।

জানা যায়,  মাসুম- তানিয়া দম্পতি মুক্তাপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জের কেদারপুর এলাকায়।

Be the first to comment on "মুন্সীগঞ্জে একসাথে তিনপুত্র সন্তান জন্ম দিলেন প্রসূতি নারী"

Leave a comment

Your email address will not be published.


*