শিরোনাম

রামপালে বিদ্যালয়ের নলকূপ নস্ট, রামপালে খাওয়ার পানির কষ্টে দেড় হাজার শিক্ষার্থী

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের  রামপাল এনবিএম উচ্চ  বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীদের বিশুদ্ধ খাওয়ার পানি পান করার জন্য কষ্ট করতে হচ্ছে। পানির জন্য এ-বাড়ি ও-বাড়ি ছুটছে তারা। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।  বিদ্যালয়ে  দীর্ঘদিন ধরে নলকূপ  নস্ট হয়ে পরে আছে। পানি নিচ থেকে এখন আর পাওয়া যায় না। বিদ্যালয়ে নতুন একটি ভবন থেকে আলাদা পাইপ দিয়ে পানির ব্যবস্থা করলেও সেটি দিয়ে পানিতে বালু আসায়  বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে এ বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভোগান্তি পোহাচ্ছে।

শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পানি খাওয়ার কোন সুব্যবস্থা নেই। এতে নানান সমস্যা দেখা দিয়েছে। এটি দ্রুত সমাধান করা জরুরী হয়ে উঠেছে। আমরা পানির কল মাটির গভীর স্থাপন করে বা বিকল্প ব্যবস্থা করে পানি উঠানোর জোড় দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির কুমার বসুর ব্যবহৃত ফোনে চেস্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি। রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ সভ্যতার আলোকে জানান, এ নলকূপটি যে নস্ট হয়ে দীর্ঘদিন পানি উঠে না তা বিদ্যালয় হতে একদিন আগে জানানো হয়েছে। পরিষদ  হতে শিক্ষার্থীদের জন্য পানি সংকটের দ্রুত সমাধান করা হবে।

Be the first to comment on "রামপালে বিদ্যালয়ের নলকূপ নস্ট, রামপালে খাওয়ার পানির কষ্টে দেড় হাজার শিক্ষার্থী"

Leave a comment

Your email address will not be published.


*