স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৪ হাজার ৩২১ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুলাল হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। গত ১২ ফেব্রুয়ারি কাদির হালদার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। বিজয়ী প্রয়াত চেয়ারম্যানের পুত্র। রবিবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করে বলেন, ১৪ হাজার ৯৩৯ ভোটের মধ্যে ৯ হাজার ৬০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন কাস্টিং ভোট ৬৪ শতাংশের বেশি। এছাড়াও অটোরিক্সা প্রতীকে মিজানুর রহমান ১ হাজার ২৯২ ভোট, ঘোড়া প্রতীকে মো. মিরাজ হোসেন সর্দার ৪৯৪ ভোট, টেবিল ফ্যান প্রতীকে মো. নুর হোসেন ৭ ভোট ও চশমা প্রতীকে সাজেদা লাকী ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
Be the first to comment on "আড়িয়ল ইউপির নতুন চেয়ারম্যান দুলাল"