ডেস্ক রিপোর্ট:
মুন্সীগঞ্জে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে প্রাণ আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ের বিপনণ বিভাগে কর্মরত ছিলেন।
নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।
প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান,আজ শনিবার(২৭ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকায় মাঠ পর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।
এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে বলে জানান তিনি।
Be the first to comment on "মুন্সীগঞ্জে দোকানে পণ্য দেয়ার সময় হিটস্ট্রোকে প্রাণ গেল বিপণন কর্মীর"