শিরোনাম

মুন্সীগঞ্জ সদরে একক চেয়ারম্যান প্রার্থী আনিছ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ হলে তিনি এ নিয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি।

 

আনিছ উজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন । বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছোট ভাই, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের আপন চাচা ও পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিনের চাচা শ্বশুর।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস

চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান সোহেল ও মোঃ ইকবাল হোসেন জনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম ও অ্যাডভোকেট সালমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী- মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, প্রত্যাহারের

শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট হবে ব্যালট পেপার পদ্ধতিতে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ সদরে একক চেয়ারম্যান প্রার্থী আনিছ"

Leave a comment

Your email address will not be published.


*