এসময় সমুদয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ফেন্সিডিলসহ মো. আব্দুল জব্বার ওরফে বাবু (২৫) ও মো. রাসেল শিকদারকে (৩৪) গ্রেপ্তার করে। ধৃত বাবু শহরের বৈখর এলাকার মৃত অফিজ উদ্দিন সরকারের ছেলে ও রাসেল জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদারের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এম জে সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের বৈখর এলাকায় অভিযান চালায় র্যাব-১০ একটি টিম। এসময় আগ্নেয়াস্ত্র, কার্তুচ ও ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তারা বেশ কিছু দিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে মুন্সীগঞ্জ ও ঢাকারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।
Be the first to comment on "মুন্সীগঞ্জে পাইপগান, কার্তুজ ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২"