শিরোনাম

মুন্সীগঞ্জের মিরকাদিমে বোনকে কিডনী দিয়ে ভাইয়ের বিরল দৃষ্টান্ত  

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে নিজের কিডনী দিয়ে মৃত্যু পথযাত্রী বোনকে বাঁচিয়ে দৃষ্টান্ত রাখলো ভাই।   মুন্সীগঞ্জ সদর উজেলার মিরকাদিম পৌরসভায় এক ভাই তার বোনের জন্য কিডনি দান করে। আবেগে আপ্লুত হয়ে এ মহত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে অনেকে।

মিরকাদিম পৌরসভার সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা হোসেন মেম্বারের নাতি ও আবুল বাশারের সন্তান সাথিল ও সুমাইয়া।

নিজের জীবন বিপন্ন জেনেও বোনকে কিডনী দিয়ে বাঁচিয়ে সম্পর্কের হালে জল ছিটিয়ে বিরল উদাহরণ রাখলো ভাই সাথিল।

Be the first to comment on "মুন্সীগঞ্জের মিরকাদিমে বোনকে কিডনী দিয়ে ভাইয়ের বিরল দৃষ্টান্ত  "

Leave a comment

Your email address will not be published.


*